আসছে ঘূর্ণিঝড় যশ,আগাম সতর্কীকরণে বীজপুর থানা।
বিগত বছরে ঠিক এই সময়ে আছড়ে পড়েছিল বিধ্বংসী ঝড় আম্ফান।এখনও বহু অঞ্চলে সারেনি আম্ফানের ক্ষত।চলতি বছরেও করোনা আবহের মধ্যেই ফের বিধ্বংসী ঝড়ের কবলে পড়তে চলেছে রাজ্য।সেই ঝড় যশের কথা মাথায় রেখে বীজপুর থানার পক্ষ থেকে আগাম সতর্কীকরণ করা হচ্ছে বিজপুর সংলগ্ন বিভিন্ন এলাকায়।বীজপুরের সমস্ত জনগণকে আগামী দুদিনের মধ্যে যে প্রচণ্ড ঝড়-বৃষ্টি আসছে সেই ভয়াবহ ঝড়-বৃষ্টি থেকে সবাইকে সাবধান করা,সাধ্যমতো সবাইকে নিকটবর্তী পৌরসভা এবং পঞ্চায়েতের সাথে সত্ত্বর যোগাযোগ এবং নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সতর্ক করা হয়েছে থানার পক্ষ থেকে।সাধ্যমত শুকনো খাবার, ঔষধ, টাকা-পয়সা এমনকি কোভিড সংক্রান্ত জিনিসপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সাথে যত্ন-সহকারে রাখার কথাও বলা হয়েছে জনগণকে।সাথে হাতের কাছে রাখতে বলা হচ্ছে স্থানীয় পৌরসভা,পঞ্চায়েত,থানার ফোন নম্বর।বেশি পরিমাণে পানীয় জল সংগ্রহ করে রাখার আবেদনও করা হচ্ছে।
এ ছাড়াও গঙ্গার উপকূলবর্তী ও সংলগ্ন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে সুরক্ষিত জায়গায় অর্থাৎ কাছাকাছি কোন স্কুল ও কলেজে আশ্রয় গ্রহণের কথা বলা হয়েছে থানার পক্ষ থেকে।বীজপুর থানার পক্ষ থেকে দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনেরট যোগাযোগ নম্বর ০৩৩-২৫৮৫-৯১০০। সব মিলিয়ে বিগত বছরের আম্ফানের কথা মাথায় রেখে এবং ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে বিজপুর থানার পক্ষ থেকে আগাম সতর্ক করা হচ্ছে বীজপুরবাসীকে।