আসন্ন নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনের মৎস্য বন্দর জুড়ে আবহাওয়া দপ্তরের মাইকিং।
প্রায় সারা বছর ধরেই নিম্নচাপ ও অতিবৃষ্টির ফলে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। এরপর আবার ৩ ডিসেম্বর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ডের সমুদ্র থেকে উৎপন্ন নিম্নচাপ ঘূর্ণাবর্তের আকারে প্রবেশ করবে রাজ্যে। তাই সুন্দরবনের কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা সহ একাধিক মৎস্য বন্দরগুলিতে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাদের উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি সমুদ্র উপকূলের কাছাকাছি কাঁচা বাড়িতে যে সমস্ত বাসিন্দারা বসবাস করে তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শীতের শুরুতে এই অকাল বৃষ্টির ফলে চাষবাসের ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন চাষীরা।