আসলে ২১ শে জুলাই, কাঁচরাপাড়া জুড়ে চলছে দেওয়াল লিখন কর্মসূচি।
আসন্ন ২১ শে জুলাই নি উচ্ছ্বাসিত গোটা তৃণমূল মহল। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নিদেশে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় আগামী ২১ শে জুলাই শহীদ স্মরণকে সামনে রেখে এক ঐতিহাসিক সমাবেশ করার লক্ষ্যে কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সারা কাঁচরাপাড়ায় দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হয়।কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মীরা যথাক্রমে মন্নু শাও,বিকাশ মল্লিক,অয়ন সরকার, জয়দীপ মল্লিক,দীপায়ন দত্ত এবং সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মিলে এই দেওয়াল লিখন কর্মসূচি প্রত্যেকটি ওয়ার্ডে করা হয়।
