আসানসোলে নির্বাচনী প্রচারে বিজেপি সাংসদ অর্জুন সিং
আসানসোল পৌরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।প্রসঙ্গত আগামী ১২ ই ফ্রেবয়ারি আসানসোল পৌরনিগমের নির্বাচন ।তাই এদিন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং।এদিন আসানসোল পৌরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিবপ্রসাদ বর্মণের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং।এদিন বাজনা সহকারে বাজারের বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেছেন।এই নির্বাচনী প্রচারের মাধ্যমে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।এদিনের নির্বাচনী প্রচারে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন,এবারের ভোটে আমরা বুঝিয়ে দেব। পুলিশ গিয়ে আই কার্ড বানিয়ে ভোট দিয়ে দেবে আমরা তা হতে দেব না।আমরা পুলিশকে বুঝিয়ে দেব আবার তৃণমূল কেও বুঝিয়ে দেব।অর্জুন সিং কে রামেদের ভোট বামে যাচ্ছে কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, না তা নয় সেই জায়গায় বামেদের ভোট রামেদের হয়েছে এবং রামের কাছেই থাকবে। আর বামত রাজ্য কে নষ্ট করে দিয়েছিল।