ইংরেজি নববর্ষের প্রথম দিনে সর্বসাধারণ পিকনিকে মেতে উঠেছে তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে।
গতকাল রাতে গোটা তমলুক শহর জুড়ে বর্ষবরণ যেমন পালন করেছে, তেমনি বছরের প্রথম দিন শনিবার সকাল থেকে ছুটির মেজাজে পিকনিক করছেন সাধারণ মানুষ। কেউ বাড়ি থেকে রান্না করে খাওয়ার এনে নদীর ধারে বসে পরিবারসহ খাচ্ছেন, আবার দেখা যাচ্ছে রান্না করে খাওয়ার প্রস্তুতি চলছে। রাজ্য সরকারের করোনা বিধি মেনে চলার নির্দেশ থাকলেও পিকনিকে মাতোয়ারা আমজনতা করলেও বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে মাক্স বিহীন ঘুরতে।
