ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে রয়েছে গোবরডাঙ্গার স্বাগতা সাধুখাঁ।

ইউক্রেনে যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যেই আটকে পড়ে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার বেড়গুম ১ নং গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর গ্রামের বাসিন্দা দেবাশীষ সাধুখাঁর মেয়ে স্বাগতা সাধুখাঁ। গত তিন বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে যায়। মধ্য ইউক্রেনের চিফ মেডিকেল কলেজে পড়াশোনা করছে গোবরডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্বাগতা সাধুখাঁ। ওই দেশে যুদ্ধ শুরু হওয়ায় তার বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও করোনা অতিমারীর ফলে ক্লাস হচ্ছে না, হোস্টেলে থেকেই অনলাইনে ক্লাস করছে স্বাগতা। যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়ায় বাড়ির সকলেই উৎকণ্ঠায় রয়েছেন স্বাগতা কবে বাড়ি ফিরবে সেই আশঙ্কায়। রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে শীঘ্রই তাকে ফিরিয়ে আনার। বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বাগতার পিসি সুমিতা মল্লিক খুবই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। ৯০ বছরের ঠাকুমা যমুনা বালা এখনো এই খবর জানানো হয়নি। স্বাগতার মা এবং বাবা বারাসাত জেলা ডিএম অফিসে গিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + three =