ইছাপুরের নবাবগঞ্জের পাত্র পরিবারের মেসির ৩৫ তম জন্মদিন পালন।

ইছাপুরের নবাবগঞ্জের পাত্র পরিবারের মেসির ৩৫ তম জন্মদিন পালন।

উত্তর ২৪ পরগনার ইছাপুরের নবাবগঞ্জের বাসিন্দা শিবে পাত্র ও তাঁর পরিবার লিওনেল মেসির ৩৫ তম জন্মদিন পালন করলেন।এদিন আর্জেন্টিনার ফুটবলার মেসির ৩৫ তম জন্মদিন।সেই উপলক্ষে ইছাপুর নবাবগঞ্জের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উদ্যোগে পালিত হলো মেসির জন্মদিন।৩৫ রকমের কেক কেটে সম্পূর্ণ বাঙালিয়ানা রীতি অনুযায়ী ৩৫ রকমের মিষ্টি সহযোগে পালিত হল মেসির ৩৫ তম জন্মদিন।শুক্রবার মেসির জন্মদিন উপলক্ষে ইছাপুর নবাবগঞ্জ এলাকায় কার্যত উৎসবের রূপ নিয়েছে।জন্মদিনের সমস্ত আয়োজন করেছেন স্থানীয় চা বিক্রেতা শিবে পাত্র।প্রতি বছর এই দিনটি এভাবেই পালন করেন পাত্র পরিবার তথা আর্জেন্টিনা ফ্যানস ক্লাব৷ফুটবল তো কেবল খেলা নয়,জীবনের জলছবি।আর সেই রঙিন পৃথিবীর মহানায়ক লিওনেল মেসি।যাঁর স্কিলের দ্যুতি কাঁটাতার মানে না।মেসির জন্মদিন উপলক্ষে প্রতিবছরই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।দেওয়া হয় বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী।উদ্যোক্তাদের পক্ষ থেকে এবছর খুদে কচিকাচাদের আর্জেন্টিনার জার্সি প্রদান করা হলো।তারই সঙ্গে এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে বাহন তুলে দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =