ইছাপুরে বৃদ্ধা খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে
ইছাপুর নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকায় রবিবার খুন হন ৭০ উদ্ভ বৃদ্ধা শিক্তা চট্টোপাধ্যায় সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ইছাপুর লেলিন নগরের বাসিন্দা অঞ্জন চৌধুরী কে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে জানান তার একটি পা দুর্ঘটনার কারণে বাদ গিয়েছিল শরীর থেকে সেই পায়ের জায়গাতে একটি অন্য পা লাগানোর জন্য টাকা চেয়েছিল সে সেই টাকা দেবেন বলে বৃদ্ধা কথা দিয়েছিলেন কিন্তু রবিবার সে বাড়িতে গেলে বৃদ্ধার টাকা দিতে অস্বীকার করেন সেই সময়ে ঠান্ডা মাথায় প্রথমে শ্বাসরোধ করে এবং পরে গলা কেটে খুন করে সে খুনের ঘটনার আগে বৃদ্ধা চা করে খাওয়ান অঞ্জনকে বুধবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে