ইছামতি ব্রিজ থেকে বিরল প্রজাতির হাঁস সহ গ্রেফতার দুই।

ইছামতি ব্রিজ থেকে বিরল প্রজাতির হাঁস সহ গ্রেফতার দুই।

বসিরহাট মহকুমার বসিরহাট থানার পুলিশ রবিবার সকালে ইছামতি ব্রিজে মোটরবাইক তল্লাশি চালাচ্ছিলেন।সেই সময় এক বাইক আরোহীর কাছে একটি প্লাস্টিকের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ।প্লাষ্টিকের ব‍্যাগের মধ্য থেকে ছটি বিরল প্রজাতির হাঁস উদ্ধার হয়।যার পোশাকি নাম কানাডা গুস। এই প্রাণীগুলি বেশিরভাগ দেখা যায় উত্তর আমেরিকা, আর্জেন্টিনা, চিলি, জাপান, এই দেশগুলোতে।কালো, ধুসর ও খয়রি রংয়ের হয়। পুরুষ ও মহিলার রাজহাঁস ৩ ফুট গড় উচ্চতা। ওজন ৫ কেজি। গড় আয়ু ১০ বছর থেকে ২৪ বছর। দুই পাচারকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বসিরহাট থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে বসিরহাট ঘোজাডাঙা সীমান্ত পার করে এই হাঁসগুলোকে আনা হয়েছে।ধৃতদের বাড়ি বসিরহাট থানার উত্তর বাগুন্ডি গ্রামে। ধৃতরা হলেন রুহুল আমিন মিস্ত্রি ও রবিউল মিস্ত্রি।এরা সম্পর্কে দাদাভাই।ধৃত ২ জনকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া হাঁসগুলোকে বসিরহাটে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে আবার জঙ্গলে ছেড়ে দেবে এমনটাই জানিয়েছে বনদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − four =