ইসলামপুরে একটি সেতুর এক্সটেনশন জয়েন্ট ছুটে যাওয়ায় বিপত্তি।
ইসলামপুর বাইপাসের অলিগঞ্জ এলাকায় একটি সেতুর এক্সটেনশন জয়েন্ট ছুটে যাওয়ায় বিপত্তি। বড়সড় দুর্ঘটনা ঘটটে পারতো বলে আশঙ্কা করছে অনেকেই। তার জন্য গত এক সপ্তাহ ধরে অলিগঞ্জ এলাকায় বাইপাসের একটি রুট বন্ধ রাখা হয়েছে। প্রশ্ন উঠছে বাইপাস চালু হওয়ার এক বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটল কি করে। বাইপাস জাতীয় সড়কের মেনটেনেন্সের দায়িত্বে থাকা এক কর্মীর অভিযোগ আগের এজেন্সি কাজ করার সময় প্রায় ১ মিটার কংক্রেটিং এর কাজ বাদ দিয়ে কাজ শেষ করে চলে গেছে। তার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। এর ফলে দুর্ঘটনা ঘটতে পারতো বলে স্বীকার করেন তিনি। তবে এবিষয়ে জাতীয় সড়ক কতৃপক্ষের কাছে ওই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং আজ থেকে সেতুটির মেরামতের কাজ শুরু করা হয়েছে। এবং কাজ সম্পূর্ণ করতে বেশ কয়েকদিন সময় লাগবে জানিয়েছেন তিনি।