ঈদের দিনে আনিসের বাড়িতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
ঈদের পবিত্র দিনে আমতার ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়ে দেখা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।তিনি আনিস খানের বাবা সালেম খানের সঙ্গে দেখা করেন।আনিস হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন নিয়ে সমালোচনা করে তিনি বলেন, যে অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি চিটফান্ড কাণ্ডে সত্য গোপন করেছিলেন।যে হত্যাকাণ্ডে পুলিশ যুক্ত সেই পুলিশ কিভাবে নিরপেক্ষ তদন্ত করতে পারে ? সে নিয়ে তিনি প্রশ্ন তোলেন।তার আরও অভিযোগ,মুখ্যমন্ত্রী সিটের অফিসারদের বলে দিয়েছেন কিভাবে তদন্ত করতে হবে। রিপোর্টে কি দিতে হবে।তাই কোর্টের নজরদারিতে সিট গঠন করতে হবে।প্রয়োজনে বাইরে থেকে অফিসার নিয়ে এসে তদন্ত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গোটা দেশ এই হত্যাকাণ্ডের তদন্তের দিকে চেয়ে আছে। তাই নিরপেক্ষ তদন্ত না হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।আনিসের বাবা সালেম খান ফের কোটের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানান।তিনি বলেন, দু মাস হয়ে গেছে এখনো তদন্তের ফল তিনি জানতে পারেন নি। সিট যে বলেছে তার ছেলে আত্মহত্যা করতে পারে তা ঠিক নয়।সিটের তদন্তে কোনো আস্থা নেই। এবারে ঈদের দিনে ঘরের ছেলে ঘরে না থাকায় ওই বাড়ির আনন্দ কার্যত ম্লান।আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী আনিসের বাবার সঙ্গে দেখা করেন