ঈশ্বরকণা আবিষ্কারক মেশিনের হোল্ডার তৈরি করেছিল হাওড়ার বিশ্বকর্মারা,রাজ্য সরকারের থেকে মিলবে তারই স্বীকৃতি।

ঈশ্বরকণা আবিষ্কারকে কেন্দ্র করে বছর দশেক আগে উত্তাল হয়েছিল গোটা বিশ্ব।ঈশ্বরকণা আবিষ্কারে পৃথিবীর বৈজ্ঞানিক জগৎ আলোড়িত হয়ে উঠেছিল।যে বিশেষ যন্ত্র তৈরি হয়েছিল এই অনু ও পরমানুকে ভেঙে এক বিশেষ অনুতে নিয়ে আসা, তা দেখে বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় জেনিভার সার্ন কেন্দ্রে।আর এই বিশেষ যন্ত্রটি তৈরিতে লেগেছিল বহু ধাতব অংশ।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যা তৈরি করা হয়েছিল।তারই মধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রের একটি ধাতব হোল্ডার তৈরি করা হয় হাওড়ার দাসনগরের এই লেদ কারখানায়।জেনিভার সার্ন কেন্দ্রের ওই হাইড্রো কোলাইড মেশিনের কথা বিশ্বের সব মানুষ জানলেও হাওড়ার এই লেদ কারখানার কথা রয়ে গেছে বিস্মৃতির অতলে।তবে হাওড়া ফুল মেলা কমিটির ব্যবস্থাপনায় ও সমবায় মন্ত্রী অরুপ রায়ের উদ্যোগে এই ধাতব হোল্ডার তৈরির সঙ্গে যুক্ত শ্রমিকদের বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।পৃথিবীর বহু উন্নত দেশে এই ধাতব হোল্ডার তৈরির চেষ্টা হলেও হাওড়ার এই লেদ মেশিনে তৈরি হোল্ডারের মতো নিখুঁত তৈরি সম্ভব হয় নি। আর তাই হাওড়ার দাসনগরের এই আট বাই আট মাপের লেদ কারখানাতে খালি গায়ে কাজ করা শ্রমিকেরা ১০০% নিখুঁতভাবে তৈরি করে দিলেন এই হোল্ডার।এই হোল্ডার তৈরির যে টিম এখানে কাজ করেছিল তাদের মধ্যে অন্যতম হেড মিস্ত্রি কালিপদ প্রামানিক, বুদ্ধদেব দে, সনাতন হাজরা, সনৎ পাল, প্রকাশ ভট্টাচার্য অন্যতম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 18 =