উঃ ২৪ পরগনা:অগ্নিমূল্য পেঁয়াজ। ঝাঁঝে নয় দামেই চোখে জল ক্রেতা থেকে বিক্রেতা সকলের।
ফের অগ্নি মূল্য পেঁয়াজ।উঃ ২৪ পরগনার একাধিক বাজারে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক। সাধারণ মানুষের নাগালের বাইরে পেঁয়াজের দাম। অনেক মানুষকেই দাম শুনেই পেঁয়াজ ছাড়া ফিরতে হচ্ছে বাড়িতে। দীর্ঘ কয়েকদিন ধরেই ১০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে। তবে আজ ৮০ টাকা কেজিতে মিলছে পেঁয়াজ। কিছুটা দাম নিয়ন্ত্রিত হলেও ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই দাবি আরোও কমানো হোক দাম। এছাড়া খুচরো বিক্রেতারাও জানাচ্ছেন তারা যে রেটে পেঁয়াজ কিনছেন তারপর সাধারণ মানুষকে খুব কম লাভে বিক্রি করতে গিয়ে সেরকম লাভের দেখা মিলছে না।