উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় লোহার রড দিয়ে মারধরের অভিযোগ

ঘটনাটি নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর দক্ষিণপাড়া এলাকার। আহত ব্যক্তি রঞ্জন সরকারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে প্রতিবেশী পরিবারের এক যুবক বাড়িতেই উচ্চস্বরে মাইক বাজায় প্রতিবাদ করেছিলেন তিনি, সোমবার রাত্রি আটটা নাগাদ হঠাৎই প্রতিবেশী পরিবারের যুবক বিকাশ সরকার তার বাড়িতে চড়াও হয়, এরপর রঞ্জন সরকার সহ তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রঞ্জন সরকার ঘরের বাইরে বেরিয়ে এসে যুবককে প্রশ্ন করলে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ এর পরেই ওই যুবক রঞ্জন সরকারকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে, তারপরেই আচমকা পিছন দিক দিয়ে একটি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে। রঞ্জন সরকার একটু সরে যেতেই সেই লোহার রডের আঘাত তার কানে গিয়ে লাগে, ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থা লুটিয়ে পড়ে রঞ্জন সরকার। এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানেই রঞ্জন সরকারের কানে প্রায় দশটি সেলাই পড়ে। পরবর্তীতে শান্তিপুর থানার দারস্থ হয় ও অভিযুক্ত যুবক বিকাশ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 2 =