উত্তরকাশীতে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু ৫, তাদের মধ্যে ২ জন নৈহাটির বাঙালী অভিযাত্রী।

উত্তরকাশীতে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু ৫, তাদের মধ্যে ২ জন নৈহাটির বাঙালী অভিযাত্রী।

ফের দুর্ঘটনা।ওড়িশার দারিংবাড়ি পর এবার উত্তরকাশী।ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারালেন ৫ বাঙালি অভিযাত্রী। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্রে খবর,গড়িয়ার নরেন্দ্রপুরের বাসিন্দা মদন মোহন ভুঁইয়া। স্ত্রী ঝুমুর ও ছেলে নীলেশকে সঙ্গে নিয়ে উত্তরকাশীতে ট্রেকিং করতে গিয়েছিলেন। বাকি ২ জনের বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।নৈহাটিরই একটি ট্রেকিং ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। সোমবার বিমানে উত্তর কাশী রওনা হন ওই ৫ জন।
এদিন উত্তর কাশী থেকে গাড়িতে করে কেদারতালের দিকে যাচ্ছিলেন ওই ৫ বাঙালি অভিযাত্রী। তখন আচমকাই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। প্রায় সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন জ্বলতে জ্বলতে ওই অবস্থাতেই গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত‍্যু হয় সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 9 =