উত্তরকাশীতে দুর্ঘটনায় মৃত্যু নৈহাটির বাঙালি পর্যটকের।

উত্তরকাশীতে দুর্ঘটনায় মৃত্যু নৈহাটির বাঙালি পর্যটকের।

গত সোমবার ২২ তারিখ গঙ্গোত্রী গোমুখ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় নৈহাটির বাসিন্দা বছর ৫৫এর প্রদীপ দাস। তিনি হাওড়া ডিভিশনের রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ছিলেন।এদিন সন্ধ্যা বেলায় হঠাৎ তার বাড়িতে শোক সংবাদ পৌঁছায়।খবর আসে গাড়ি করে ট্রেকিং করছিলেন তারা। সেই মুহূর্তে গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কবলে পড়েন তারা এবং জ্বলন্ত গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার বাড়ির লোকের সাথে দেখা করতে আসেন নৈহাটির পৌর প্রশাসক অশোক চ্যাটার্জী সহ বিধায়ক পার্থ ভৌমিক। তারা এসে বাড়ির সদস‍্যদের আশ্বস্ত করে যত তাড়াতাড়ি সম্ভব প্রদীপ দাসের মৃতদেহ তার বাড়ির লোকজনের হাতে তুলে দেওয়া হবে।এই বিষয় নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং নিজে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 16 =