উত্তরপাড়ায় বাবার মাথা থেঁতলে খুন মেয়ের।

উত্তরপাড়ায় বাবার মাথা থেঁতলে খুন মেয়ের।

হুগলির উত্তরপাড়ার ভদ্রকালীতে মেয়ের হাতে বাবা খুন৷পুলিশ সূত্রে খবর,বেশ কয়েকদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল বাবা ও মেয়ের মধ‍্যে।বাবা কালিপ্রসন্ন দাস অবসরপ্রাপ্ত রেলকর্মী ছিলেন৷স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ে কেয়া দাসের দীর্ঘদিন আগে বিবাহবিচ্ছেদ ঘটে৷তারপর থেকে ছেলেকে নিয়ে তিনি বাবার মার কাছেই থাকতেন৷মাঝে মধ্যেই পারিবারিক বিবাদ লেগে থাকতো তাদের মধ‍্যে।শনিবার সকালে মেয়ে- বাবার মধ্যে বিবাদ তীব্র আকার ধারণ করে।রাগের বশেই বাবাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে মেয়ে কেয়া দাস। আর তাতেই মৃত্যু হয় বাবা অবসর প্রাপ্ত রেলকর্মী কালিপ্রসন্ন দাসের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্ত‍রপাড়া থানার পুলিশ।ময়নাতদন্তের জন‍্য মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।মেয়ে কেয়া দাসকে আটক করে উত্তরপাড়া থানার পুলিশ৷কেয়া দাসের ছেলে অভিষেক অধিকারীর কোনো খোঁজ পাওয়া যায়নি ৷পারিবারিক অশান্তি না অন‍্য কোনো কারণ রয়েছে এই হত‍্যার পেছনে খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − six =