জুন মাসের পর জুলাই ,ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ডিব্রুগড় এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে দুর্ঘটনা।আপাতত যে খবর পাওয়া যাচ্ছে, অন্তত ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। দুপুর আড়াইটার সময় দুর্ঘটনা ঘটে , আহত বেশ কয়েকজন রেলযাত্রী। জুন মাসের পর জুলাই মাসে ফের ট্রেন দুর্ঘটনা। বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা।এখনো পর্যন্ত ২ জনের মৃত্যু ঘটেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আপাতত কয়েকজনকে স্থানীয় কিছু হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উত্তরপ্রদেশের রিলিফ কমিশনারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত লখনউ ও বলরামপুর থেকে একটি করে NDRF টিম পাঠানো হয়েছে গোন্ডায়। উদ্ধারকাজের জন্য আপাতত ৫টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও অ্যাম্বুল্যান্স পাঠানোর ব্য়বস্থা করা হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকি আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =