উত্তরপ্রদেশের সম্ভলের সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বর্কের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ। চুরি করে বাড়িতে বিদ্যুৎ সংযোগ রাখা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে তাঁকে ১.৯১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সাংসদের বাড়িতে দু’টি বৈদ্যুতিক মিটার বিকৃত করার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি। যার জেরে তাঁকে জরিমানা করেছে উত্তরপ্রদেশ বিদ্যুৎ দফতর।
মিটার রিডিংয়ের পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী যেমন- এসি-ফ্যানের কানেকশন খতিয়ে দেখার জন্য এদিন সাংসদের বাড়ি গিয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাতে তাঁরা দেখতে পান, সাংসদের বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ আছে, তার এক-অষ্টমাংশ বেশি লোড রয়েছে। রাজ্য বিদ্যুৎ দফতরের দাবি, সাংসদের বাড়িতে ২ কিলোওয়াটের কানেকশন রয়েছে। কিন্তু লোড থাকে ১৬.৫ মেগাওয়াট। দিন দু’য়েক আগেই নতুন স্মার্ট মিটার বসানো হয়েছে। যাতে উঠেছে ৫.৫ কিলোওয়াট, সূত্রের খবর।