উত্তরবঙ্গের শিশুদের জ্বর নিয়ে আতঙ্কের কিছু নেই।

উত্তরবঙ্গের শিশুদের জ্বর নিয়ে আতঙ্কের কিছু নেই।

অজানা জ্বরে আতঙ্কের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ‍্যসচিবের সাথে উচ্চপর্যায়ের বৈঠকের পর জানিয়েছিলেন,” অজানা নয়, জানা জ্বরেই উত্তরবঙ্গের শিশুরা আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর থেকে এক বিশেষ প্রতিনিধি দল শিলিগুড়িতে পাঠানো হবে।”
সেই নির্দেশ মতো স্বাস্থ্য দপ্তরের পাঁচ সদস্যের
প্রতিনিধি দল এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগগুলি পরিদর্শনের করেন।এই দলের সদস‍্যরা ছিলেন ডঃ রাজা রায় নেতৃত্বে ডঃ পল্লব ভট্টাচার্য, ডঃ বিকাশ চন্দ্র মন্ডল, ডঃ দীপ্তাকান্তি মুখোপাধ্যায়, ডঃ মিহির সরকার। পরে মেডিকেল কলেজের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকের পরে কলকাতা থেকে আসা প্রতিনিধি দলের আই পি জি এম ই আর এর মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রধান ডঃ রাজা রায় জানান,শিশুদের এই জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।এটি ভাইরাল জ্বর।
পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মনিটরিং টিম গঠন করা হয়েছে। বেড বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। যে সব শিশুরা আসছে তাদের কোভিড টেস্ট করা হচ্ছে। প্রয়োজনে শিশুদের জন‍্য আরও ওয়ার্ড করা হবে।করোনার তৃতীয় ঢেউয়ের সঙ্গে এই জ্বরের কোন যোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 5 =