উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারে চলছে তার জোর কদমে প্রস্তুতি
আগামী ৭ই জুন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে জোর কদমে চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর আসার প্রস্তুতি। পুরাতন হ্যালিপেডকে ভেঙ্গে একই জায়গায় নুতুন ভাবে গোড়ে তোলা হচ্ছে হ্যালিপেড। তৈরি করা হচ্ছে বিড়াট এক মঞ্চ।বৃহস্পতিবার প্যারেড গ্রাউন্ডের প্রস্তুতির সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে আসেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা তৃণমূলের সহ সম্পাদক সঞ্জিত ধর, অনুপ চক্রবর্তী, সহ আরও অনেকেই। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, বুধবার খুঁটি পুজো করা হয় এবং আজ প্যান্ডেলের কাজ চলছে। আগামী ৭ তারিখ শুধুমাত্র আলিপুরদুয়ার জেলা থেকেই ১ লাখের বেশি লোক উপস্থিত থাকবেন বলে আশাবাদী আলিপুরদুয়ার জেলা তৃণমূল।
