উত্তর হাওড়ার অন্যতম ঐতিহ্যবাহী সবথেকে বড় উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজন করা হয়েছে। সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে উত্তর হাওড়ার রাজপথে। প্রতি বছর মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে উত্তর হাওড়ায় হয় শীতলা মায়ের স্নানযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের ভিড় হয় প্রতি বছর। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও ডিডি স্পেশাল অ্যান্টি থেফট টিম। নজরদারির জন্য লাগানো হয়েছে ক্যামেরা ও একাধিক ড্রোন।