উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলীয়া এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ।

উত্তর ২৪ পরগনার খড়দহ পাতুলীয়া এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ।

অভিযোগকারী তৃণমূল কর্মী মনোজ মুহুরীর অভিযোগ ১৭ তারিখ পাতুলীয়া বাজারের সামনে দাঁড়িয়ে তিনি সোমনাথ বলে এক ব্যাক্তির সাথে কথা বলছিলেন । এরপর তার সাথে সোমনাথের হাতাহাতি হয়, সেই সময় সোমনাথ ফোন করে পাতুলীয়া আবাসনের তৃণমূল কংগ্রেস সভাপতি আশিষ চক্রবর্তীকে ডাকে । এরপর পাতুলীয়া আবাসনের তৃণমূল কংগ্রেস সভাপতি আশিষ চক্রবর্তী ও তার দলবল এসে তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালায়, রাস্তায় ফেলে ব্যাপক মারধর চালায় ও রাস্তায় হেচড়াতে হেচড়াতে নিয়ে যায় । যদিও অভিযুক্ত আশিস চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন l তৃণমূল নেতা আশিষ চক্রবর্তী ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ দিয়ে বলেন সেই সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না । মনোজ মুহুরী এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, তৃণমূল করেন না । সেদিন তিনি মদপ্য অবস্থায় ছিলেন, এলাকায় সোমনাথ বলে এক যুবকের সাথে ঝামেলা হয়েছে, নিজেদের মধ্যে মারামারি হয়েছে । এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন । তার দেওয়া সিসিটিভি ফুটেজে মারধরের ঘটনার সময় ঘটনাস্থলে তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে দেখা না গেলেও পুরো ঘটনাই তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ । তবে এই ঘটনার সাথে দলের কোনো যোগ নেই, আইন আইনের পথে চলবে, এমটাই জানিয়েছে খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরোকাইত । এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির আহ্বায়ক জয় সাহা, তিনি বলেন এই ঘটনা শাসকদলের এলাকা দখলের লড়াই । যদিও এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি । আহত তৃণমূল কর্মী মনোজ মহুরী খড়দহ শ্রী বলরাম শিবমন্দির রাজ্য সাধারণ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − ten =