উদ্ধার করা ৪০ কেজি বাজি নিষ্ক্রিয় করা হল বর্ধমানের জামালপুরে।

উদ্ধার করা ৪০ কেজি বাজি নিষ্ক্রিয় করা হল বর্ধমানের জামালপুরে।

ঘটনাটি ঘটে বর্ধমানের জামালপুরের তেলিপুকুর ঘাটে। বোম স্কোয়াড ও ফায়ার ব্রিগেডের সাহায্যে নিষ্ক্রিয় করা হয় পুজোর সময় উদ্ধার করা প্রচুর বাজি।
সূত্রের খবর অনুযায়ী, প্রায় ৪০ কেজি বাজি নিষ্ক্রিয় করা হয়েছে এদিন। তারা বাজি, চরকি বাজি, তুবড়ি বাজি সহ আরো বিভিন্ন প্রকারের বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল পুজোর সময়। দুর্গাপুজো এবং কালীপুজোর সময় বাজির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো সরকারের তরফ থেকে। সেইসময় যত বাজি উদ্ধার করা হয়, এইদিন তার কিছু আর অবশিষ্ট না রেখে সব নিষ্ক্রিয় করে নেওয়া হয়। জানা গেছে, দামোদর নদের কাছে গিয়ে বাজিগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। জামালপুর পুলিশ স্বয়ং উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। পুলিশের পাশাপাশি বোম স্কোয়াড, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডও ছিল সেই স্থানে। সকলের উপস্থিতিতে বাজিগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =