দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি এক নলা বন্ধুক, একটি কার্তুজ, ১৫ কেজি বোমা বানানোর বারুদ,বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতিসহ ২ জনকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ।ধৃত ২ জনকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করবে বলে জানা যায় ।কিভাবে আসছে এতো অস্ত্র ,বোমা তার তদন্ত শুরু করে দেখছে কাশীপুর থানার পুলিশ।