উদ্বেগজনক পরিস্থিতি,রাজ‍্যে আগামী দু-সপ্তাহ কড়া লকডাউন।

উদ্বেগজনক পরিস্থিতি,রাজ‍্যে আগামী দু-সপ্তাহ কড়া লকডাউন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।দৈনিক সংক্রমণের গ্রাফের দিকে নজ‍র রেখে কড়া ব‍্যবস্থা নিল রাজ‍্য সরকার।নবান্নে সাংবাদিক বৈঠক করে আগামী দু সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন মুখ‍্যসচীব আলাপন বন্দ্যোপাধ্যায়।রাজ্যে আরও কড়াকড়ি হল লকডাউন।আগামীকাল অর্থাৎ রবিবার থেকে ৩০ মে সন্ধ‍্যে ৬ টা পর্যন্ত রাজ্যে জারি হল লকডাউন।জরুরি পরিসেবা ছাড়া সমস্ত পরিসেবা বন্ধ থাকবে।সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান।জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে।শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।মুদি দোকান, বাজার-হাট, মাছ-মাংস ও সব্জির দোকান সকাল ৭-১০ টা পর্যন্ত খোলা।মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।বন্ধ সমস্ত রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক সাংস্কৃতিক সমাবেশ।বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত নয়।সৎকারে ২০ জনের বেশি জমায়েত নয়।লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা,ফেরি চলাচল বন্ধ থাকবে।ট্যাক্সি বা অটো চলাচল জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে।পেট্রোল পাম্প খোলা থকবে।শিল্প-কারখানাও বন্ধের আওতায়।দৈনিক সংক্রমণ রুখতেই মূলত রাজ‍্যের এই কড়াকড়ি বিধি নিষেধ।নিয়ম অমান‍্য করলেই কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 13 =