উদ্বোধন হল কল‍্যাণী এইমস হাসপাতাল।

উদ্বোধন হল কল‍্যাণী এইমস হাসপাতাল।

দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার নদীয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (AIIMS) এর বহির্বিভাগ চালু হল।প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হবে।তবে,রোগীদের অনলাইনে অথবা হাসপাতালের দেওয়া নির্দিষ্ট ফোন নম্বরে আগাম নাম নথিভুক্ত করতে হবে।তবে নাম নথিভুক্ত করার জন‍্য রয়েছে নির্দিষ্ট সময়সীমা।ফোন নম্বরে নাম নথিভুক্ত করার সময়- সকাল ৮টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত।এছাড়াও অনলাইনে সারাদিন নাম নথিভুক্ত করা যাবে।নাম নথিভুক্তের জন্য রোগীদের ১০ টাকা করে দিতে হবে।উদ্বোধনের প্রথম দিনেই ২২ জন বহির্বিভাগে চিকিৎসার সুযোগ পেয়েছেন।প্রথম রোগী ছিলেন কৃষ্ণনগরের এক বাসিন্দা এবং ওই হাসপাতালে নিরাপত্তা কর্মী উৎপল প্রামাণিক। আপাতত জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু এবং নাক কান গলা এবং মনোরোগ- এই আটটি বিভাগ নিয়ে বহির্বিভাগ চালু হয়েছে বলে হাসপাতালের কার্যনির্বাহী অধিকর্তা এবং অধ্যাপক চিকিৎসক রামজি সিং জানিয়েছেন। কল্যাণী এইমস এর ওয়েবসাইট নম্বর ছাড়াও রোগীরা হাসপাতালের কিছু নম্বরেও ফোন করে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =