উপহার ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগের শিশুদের বস্ত্র প্রদান
সিউড়ি শহরের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক পথশিশু ঘুরে বেড়ায় যারা সংখ্যায় কম হওয়ার জন্য বিভিন্ন সংগঠনের চোখের আড়ালে চলে যায়। তারা মূলত ভিক্ষাবৃত্তি করে নিজেদের জীবন যাপন করে তাদের পরনে থাকেনা শীতের সঠিক বস্ত্রটুকু। এই বিষয়টি অনুধাবন করে উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামক সংস্থা । শনিবার সিউড়ি বাস স্ট্যান্ড এবং সিউড়ির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পথ শিশুদের একত্রিত করে শীতবস্ত্র তুলে দেয় তাদের ।
পাশাপাশি সেই সকল শিশুদের অভিভাবকদেরকেও শীতবস্ত্র তুলে দেওয়া হয় । প্রায়১৫ থেকে ২০ জন কে শীতের পোশাক দেওয়া হয় ।