উলুবেড়িয়ার কুলগাছিয়া কাশ্যপপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জন।

উলুবেড়িয়ার কুলগাছিয়া কাশ্যপপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৮ জন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টা নাগাদ।জানা গেছে হাওড়া মুখী একটি স্করপিওর চাকা ব্লাস্ট করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে আসে এবং কোলাঘাট লেন দিয়ে যাওয়া একটি মারুতি গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় গাড়ি দুটি। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে এবং খবর দেয় পুলিশকে। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। সকলেই গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার ফলে জাতীয় সড়কের একটি লেনে যানচলাচল কিছুক্ষণ ব্যাহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − ten =