উলুবেড়িয়ার বিরশিবপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মুরগি বোঝাই ম্যাটাডোর, মৃত চালক ও খালাসী।
আজ সকালে মেদিনীপুরের দিক থেকে কলকাতা মুখী লেন ধরে আসার সময় মুরগি বোঝাই ম্যাটাডোরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জাতীয় সড়কের উপর। এই ঘটনায় মৃত্যু হয় দুই ব্যক্তির মৃতের নাম সুব্রত বিশ্বাস (৪৭) এবং নুরুল হোসেন দালাল (৩৩) মৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়।