উলুবেড়িয়া উপ-সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু।
উলুবেড়িয়ায় বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য।পরিবারের অভিযোগ,মারধরের ফলেই মৃত্যু হয়েছে এই বন্দির।জানা গেছে,উলুবেড়িয়ার বাউড়িয়া বুড়িখালির বাসিন্দা শ্রীকান্ত রায়।শুক্রবার বিকালে ঐ এলাকায় ব্যাপক ঝামেলা হয়েছিল।শনিবার সকালে শ্রীকান্ত স্থানীয় বাজারে গিয়েছিল।সেই সময় সেখানে আবারো ঝামেলা শুরু হয়।তার মাঝে পড়ে যায় শ্রীকান্ত।সেই সময় বাউড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরিবারের দাবি, শ্রীকান্ত নির্দোষ। বাউড়িয়া থানায় নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা বারবার তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তাকে ছাড়েনি।রবিবার তাকে উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পরিবারের অভিযোগ,সোমবার যখন শ্রীকান্তর স্ত্রী উপ-সংশোধনাগারে তার সাথে দেখা করতে গিয়েছিল, তখন সে সম্পূর্ন সুস্থ ছিল।মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ শ্রীকান্তর স্ত্রীকে পুলিশ ফোন করে জানায়,সে অসুস্থ।তারা যেন অবিলম্বে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসে।হাসপাতালে এসে তারা দেখেন শ্রীকান্তর মৃতদেহ পড়ে রয়েছে হাসপাতালের মেঝেতে।তাদের অভিযোগ, শ্রীকান্তর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের দাবি,শ্রীকান্তকে পুলিশ মারধর করে।বুধবার পরিবারের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।আজ ম্যাজিষ্টেটের তত্ত্বাবধানে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।