উলুবেরিয়ায় মহিলাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে।
আহত মহিলার নাম অলিভিয়া মাজি। হাওড়ার পাঁচলার হাকোলার বাসিন্দা আহত মহিলা অলিভিয়া মাজির অভিযোগ কিছুদিন আগেই সন্দীপ মাজির সাথে মিউচুয়াল ডিভোর্স হয় তার।মঙ্গলবার রাতে হঠাৎই সন্দীপ ফোন করে তার সাথে কথা বলতে চেয়ে তাকে ডেকে গাড়িতে তুলে নিয়ে যায়।
তারপরই উলুবেড়িয়া বীরশিবপুর ১৬ নং জাতীয় সড়কের কাছে ছুরি দিয়ে তার উপর হামলা চালায়।তার হাতে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করার পর প্রাণে বাঁচতে কোনক্রমে গাড়ি থেকে বেরিয়ে পড়ে অলিভিয়া। চিৎকার করতে থাকে।তারপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় সন্দীপ। স্থানীয় মানুষ ও পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভতি করে। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
