উলুবেড়িয়া লোকালের বগি খুলে ট্রেন পরিষেবায় বিপত্তি।
আজ সকালে ফের দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন পরিষেবায় বিপত্তি। সকাল ৮: ৪৮ মিনিটের যাত্রী বোঝাই উলুবেড়িয়া লোকালের বগি হঠাৎই ট্রেন থেকে খুলে আলাদা যায় আবাদা স্টেশনের কাছে। যদিও এই ঘটনায় কারোর হতাহতের খবর নেই বলেই সূত্রের খবর। এরপর দক্ষিণ পূর্ব শাখার অধিকারিকদের উপস্থিতিতে বগিটিকে আবার জুড়ে দেওয়া হয়। সকাল বেলাতে এই বিপত্তিকে কেন্দ্র করে বেশ কিছুক্ষন রেল পরিষেবা ব্যাহত হয় ওই শাখায়। সকালে অফিস যাত্রীরা যথেষ্ট দুর্ভোগে পড়েন। অনেকে অপেক্ষা না করে সড়ক পথে তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। এবং বাগনান লোকালে করে হাওড়ায় পৌঁছে দেয়া হয় যাত্রীদের। হঠাৎ করে কাপলিং খুলে যাওয়ায় আগুনের স্পার্কিং হতে থাকে সেই দেখে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। এই মুহূর্তে রেলের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটি সারানোর কাজে হাত লাগিয়েছে।