‘মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে।’ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর এমনই মন্তব্য করলেন মিনাখাঁর বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভায় না যোগ দেওয়ায় তৃণমূল নেত্রীর রোষে পড়েন মিনাখাঁর বিধায়ক। ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তুলে তাঁদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দেন তৃণমূলনেত্রী।
‘যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না। আমরা মানি না… মানি না…। বিজেপির সাথে যাঁরা আঁতাঁত করে, তাঁর সাথে আমার কোনও সম্পর্ক নেই। হয় পায়ে ধরে ক্ষমা চান, না হলে দল থেকে বিদায় নিন। শনিবার এভাবেই কড়া ভাষায় মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে হয়েছে বললেন মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামী।