রিপোর্ট: দেবপ্রিয়া দত্ত। কাঁকিনাড়া
উৎসবের আমেজ যেতে না যেতেই বোমাবাজি কাঁকিনাড়া ছয় নম্বর গলি এলাকায়, অভিযোগের তির বিজেপি র দিকে।
গতকাল রাতে উঃ ২৪ পরগনার কাঁকিনাড়া র ছয় নম্বর গলি এলাকায় বোমাবাজি ঘটে তৃণমূল কর্মী বিক্রম সাউ এর বাড়িতে। তারপরই শুরু হয় এলাকায় উত্তেজনা। ভাটপাড়া থানায় জানানোর পর পুলিশ এসে তদন্ত শুরু করে। অভিযোগের তির সম্পূর্ণ ভাবে বিজেপির দিকে করেন তৃণমূল কর্মী বিক্রম সাউ। তবে বিজেপি সম্পূর্ণ ভাবে অস্বীকার করে এই অভিযোগ। বিজেপি যেটা জানাচ্ছে এই এলাকায় আগেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিলো এবং তার জেরেই গতকালের এই বোমাবাজি।