ঋণের ভারে জর্জরিত পূর্ব মেদিনীপুর জেলাশাসকের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নয়াচরের মৎস্যচাষীদের।

কোটি কোটি টাকা মহাজনদের কাছে থেকে লোন নিয়ে প্রায় কয়েক হাজার মৎস্যচাষী নয়াচর দ্বীপে মাছ চাষ করেছিলো। আমফান ও ইয়াস ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো নয়াচরের ভেড়ি গুলির। ফলে ক্ষতির মুখে পড়ে মৎস্যচাষীরা। চাষীদের বক্তব্য ভেড়ি থেকে মাছ তোলার সময় এই বিপর্যয় ঘটে ফলে সর্বস্বান্ত হতে হয় তাদের। এই সময় ভেড়ির পাড় গুলো বাঁধানো হলে তবে কিছু চাষ করে হয়তো মহাজনদের কিছু টাকা পরিষোধ করা যেতে পারে। তাদের অভিযোগ নিজেদের উদ্যোগে পাড় সংস্কারের কাজ শুরু করা হলেও প্রশাসনের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। চাষীদের দাবী সংস্কারের কাজ না করা গেলে চাষ করা সম্ভব নয়। আর সেটা না হলে মহাজনদের টাকা শোধ করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় মৃত্যু আবেদন তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − one =