একই দিনে শিশু উদ্যান এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে
শান্তিপুর পৌরসভার দীর্ঘদিনের সহ-সভাপতি প্রয়াত আব্দুল সালাম কারিকরের নামাঙ্কিত “কিশলয় আবদুল সালাম কারিকর” একটি পৌর শিশু উদ্যানের দ্বার উদ্ঘাটন গঠন করা আজ। পৌরসভা সূত্রে জানা গেছে এটি সরকারী আমৃত প্রকল্পাধীন।
এরপর এনইউএইচএম প্রকল্পাধীন একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও প্রধান অতিথি হিসেবে এস ডি ও ডঃ হারিস রসিদ,
বিশেষ অতিথি জেলা পরিষদ সভাধিপতি শ্রীমতি রিক্তা কুন্ডু, অধ্যাপক জয়প্রকাশ মজুমদার,প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, সি আই সি মেম্বার সহ সকল কাউন্সিলরগণ।
শহরের ২২ নম্বর ওয়ার্ডের এক নম্বর কলোনি এলাকার এই শিশু উদ্যান চালু হওয়ায়, খুশি এলাকার কচিকাঁচারা। অন্যদিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস হওয়ার কারণে, খুশির বন্যা সমগ্র ২২ নম্বর ওয়ার্ড জুড়ে।