একই পরিবারের ৪ জনকে কুপিয়ে খুনের চেষ্টা সিঙ্গুরে।

একই পরিবারের ৪ জনকে কুপিয়ে খুনের চেষ্টা সিঙ্গুরে।

ঘটনাটি হুগলি সিঙ্গুর থানার নান্দা এলাকার।ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হয় দুই জন।পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুরের নান্দা বাজারে কাঠ চেরাই কল রয়েছে দীনেশ প্যাটেলের।কাঠকলের সঙ্গেই তাদের বাড়ি।এদিন সকালে সেই বাড়িতে যায় প্যাটেলদের আত্মীয় যোগেশ ধাওয়ানী।সেখানে কোনো কিছু নিয়ে অশান্তির জেরে ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কোঁপায় যোগেশ।আহত হন দীনেশ প্যাটেল(৫০),তার স্ত্রী অনুষ্কা প্যাটেল(৪৫), দীনেশের বাবা মাওজি প্যাটেল ও দীনেশের ছেলে ভাবিক প্যাটেল।আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দীনেশ ও অনুষ্কা প্যাটেলকে মৃত ঘোষণা করে চিকিৎসক।দীনেশের বাবা ও ছেলেকে এসএসকেএম হাসপাতালে পাঠায় পুলিশ।ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত যোগেশ ধাওয়ানী।পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।সেটা সম্পত্তি গত নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।অভিযুক্তের খোঁজে তল্লাসী শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 19 =