একই ব্যক্তিকে করোনার প্রথম ডোজ দেওয়া হলো দুবার,
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাল যুবক। বলাগর থানার গুপ্তিপাড়ার বাসিন্দা সাইফুদ্দিন দফাদার কিছুদিন আগে পান্ডুয়ায় ঘোড়াগাছা তলায় শ্বশুর বাড়িতে আসে। এরপর গত ২০ অক্টোবর পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে কোভিশিল্ডের প্রথম ডোজ নেন। যুবকের অভিযোগ, পান্ডুয়া হাসপাতালে যখন তিনি প্রথম ডোজ নিতে যান তখন স্বাস্থ্যকর্মীরা তাকে একবার টিকা দেওয়ার পরেই বাঁ হাতে আরো একবার ভ্যাকসিন দিয়ে দেন। সঙ্গে সঙ্গে তিনি স্বাস্থ্যকর্মীকে জানালে তারা বিষয়টি অগ্রাহ্য করে। এরপরে সেদিন থেকেই তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। শুক্রবার, তিনি পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। সেখানে তার চিকিৎসা চলছে। ইতিমধ্যেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। যদিও এব্যাপারে হাসপাতাল কতৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।