একটানা বৃষ্টিতে ক্ষতি হল ফসলের।

মাঠের জমিতে পেঁয়াজ, রায় সর্ষে, মসূরী, মটর, বাঁধা কপি, ফুলকপি সহ বিভিন্ন শাকসবজি ক্ষতির সম্ভাবনা দেখা দিল। মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তর জানাচ্ছে,২৪.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। জেলায় ৯০  হাজার হেক্টর জমির মধ্যে ৪০  হাজার হেক্টর জমিতে ধান রয়েছে। এছাড়া ১ লক্ষ১৬ হাজার হেক্টর জমিতে সর্ষে লাগানো রয়েছে। যেখানে মাত্র ৫ শতাংশ জমির সর্ষে তোলা হয়েছে। বৃষ্টির ফলে রায়-সর্ষে নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে আলুর ও ক্ষতি হবে বলে জানাচ্ছে জেলা কৃষি দপ্তর। অন্যদিকে জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। নিচু জমিতে জল জমে পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =