গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের মল্লারপুর থানার পুলিশ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি কুখ্যাত ডাকাত দলকে গ্রেফতার করলো। রবিবার গভীর রাতে এই ডাকাত দলটি হাজিপুর কুলি রোডে আলচাবরা মোড়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ তৎপরতার সঙ্গে তাদের ধরে ফেলে। ধৃতদের নাম স্মাইল শেখ বয়স২০ ,বাড়ি মল্লারপুর থানার বেসিয়া গ্রাম, শুখ মোহাম্মদ,৩০,বাড়ি মল্লারপুর থানা যাবনি গ্রাম, ঈদ মোহাম্মদ শেখ বাড়ি মল্লারপুর থানার লচিয়া তোর গ্রাম।ধৃতদের কাছ উদ্ধার হয়েছে ১ টি আগ্নেয়াস্ত্র সহ ১ রাউন্ড গুলি। আজ তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।