মঙ্গলবার রাতে ১১ টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পাশে একটি ওষুধের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়।পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দোকান সেই সময় বন্ধ ছিল। স্থানীয় লোকদের নজরে আসে দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে দোকানের মালিককে খবর দেওয়া হয়। তারপর স্থানীয় লোকজন এবং ক্লাবের ছেলেদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিছু ক্ষণের মধ্যে দমকল এসে পৌঁছলেও দমকল আসার আগেই আগুন নিভে যায়।অগ্নিকাণ্ডের ফলে ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা সহ দোকানের প্রায় পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।