একটি সোনার দোকানের মালিকের অস্বাভাবিক মৃত্যু
বালি থানা এলাকার গোস্বামী পাড়া রোড, বালি বাজারে একটি সোনার দোকানের মালিকের অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গেছে বছর ৪৮ এর স্বরূপ দত্ত ২০৮/২ গোস্বামী পাড়া রোডে শিব জুয়েলার্স নামে একটি সোনাএবং ইমিটেশন গহনার দোকান আছে। ইদানীং তিনি রাতে দোকানেই শুতেন । আজ সকালে দীর্ঘক্ষন দোকান বন্ধ থাকায় প্রতিবেশীরা দরজা ঠেলে পাশে রাখা আয়নাতে তার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই চাঞ্চল্য ছড়ায়। বালি থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বালি থানার পুলিশ।