আমতার মুক্তির চক এলাকার ঘটনা।আমতার পীতাম্বর হাই স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী বৈশাখী পল্ল্যে ও কুহেলী মাইতি ছোটবেলা থেকেই দুই বন্ধু।তারা একই পাড়াতে থাকতো। বৈশাখী থাকতো নিজের মামার বাড়িতে। পড়াশোনা থেকে স্কুলে যাতায়াত সব সময়তেই তাদের একসাথে দেখা যেত। পরিবারের দাবি,সোমবার স্কুলে যাওয়ার নাম করে তারা বাড়ি থেকে বেরিয়েছিল। বিকাল হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তাদের খোঁজ শুরু করে পরিবারের লোকজন। তাদের খোঁজ না পেয়ে মঙ্গলবার সকালে আমতা থানায় মিসিং ডাইরি করে পরিবারের লোকজন। মঙ্গলবার বিকালে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে জঙ্গলের মধ্যে একটি গাছে তাদের একই গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় এক বালক। খবর দেওয়া হয় আমতা থানায়। আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে আসে। তাদের পরিবারের লোকজনের দাবি ছোট থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব। তাদের মধ্যে কোনোদিন মতবিরোধ হতে কেউ দেখেনি। সোমবার বিকাল থেকে বৈশাখীর মোবাইলে বারবার পরিবারে লোকজন ফোন করলে ফোনে রিং হয়ে গেলেও কেউ ফোন ধরেনি। কিভাবে মৃত্যু হল এই দুই ছাত্রীর তা নিয়ে ধন্দ্বে রয়েছে পরিবারের লোকজন। তারাও এই মৃত্যুর রহস্যের সমাধান চাইছেন। মৃত্যুর কারন খুঁজতে তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।