একাধিক এটিএম কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ফোন, রুপার গহনা ও ভারতীয় টাকাসহ গ্রেপ্তার ১।
বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের চেকপোষ্টের ঘটনা। রবিবার দুপুর ১২ টা নাগাদ উত্তম ঘোষ পাচারকারী সন্ধ্যায় চেকপোষ্টে আসলে ১১২ নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষীবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদে অসংগতি থাকায় তল্লাশি শুরু করে সীমান্তরক্ষীবাহিনীরা।তার শরীরের একাধিক জায়গা থেকে প্রায় তিন কেজি রুপোর গয়না উদ্ধার হয়।যার বাজার মূল্য ৩ লক্ষ টাকা।এছাড়া ৮ টি এটিএম ডেবিট কার্ড,৩ টি সেল ফোন, ৬০০০ ভারতীয় মুদ্রা পাওয়া যায়।ওই ধৃতের বাড়ি হাকিমপুর।সীমান্তরক্ষী বাহিনীদের জেরায় সে নিজের অপরাধ স্বীকার করে।বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে সেগুলি নিয়ে আসছিল।এমনকি বেশ কয়েকজন পাচারকারীর সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলেও অনুমান সীমান্তরক্ষী বাহিনীর।একাধিক মোবাইল ফোন উদ্ধার হওয়ায় প্রাথমিক অনুমান ওই ধৃত ব্যাক্তির আন্তর্জাতিক স্তরে যোগাযোগ রয়েছে।পাচারকারীকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া রুপার গহনা, মোবাইল ফোন,ডেবিট কার্ড, নগদ অর্থ তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়।ধৃত পাচারকারী উত্তমকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।সীমান্তরক্ষী বাহিনী মোবাইল ফোন চালু করে দেখছেন কোন কোন পাচারকারীর সঙ্গে তার যোগসুত্র রয়েছে।