আদিবাসী সম্প্রদায়ের প্রকৃত পূজারী সারনা ধরমকোর্ট মান্যতা দিয়ে জনগণনায় সামিল সহ ৫ দফা দাবী দাওয়ার ভিত্তিতে মালদহের চাঁচল-২ ব্লকের বিডিওর হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা।মঙ্গলবার মালতীপুর বাস স্ট্যান্ড থেকে ঢল বাজিয়ে বিক্ষোভ মিছিল করে ব্লক দপ্তরে পৌঁছায় সদস্যরা।দপ্তরের মূল ফটকে বিক্ষোভ দেখানো হয়।সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন ছিল চাঁচল থানার পুলিশ।বিক্ষোভের পর পাঁচজনের প্রতিনিধি গিয়ে বিডিও-র হাতে দাবি দাওয়ার স্মারকলিপি দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন মোহন হাঁসদা।
তিনি বলেন, আদিবাসী স্ব-শাসন ব্যবস্থা সুধার করে অবিলম্বে জনতন্ত্র আর সংবিধান কানুন লাগু করতে হবে।এছাড়াও ভারতের একমাত্র সাংবিধানিক স্বীকৃতি প্রাপ্ত আদিবাসী ভাষা,সাওতালী ভাষা ঝাড়খন্ড রাজ্যে প্রথম রাজ ভাষার মর্যাদি দিতে।দাবি গুলি ব্লক প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতির কাজে দরবার করা হয়েছে।বিডিও বলেন, প্রশাসনিকভাবে আমরা তাদের দাবি দেওয়ার যে সড়ক লিপি সেটি আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো।