একাধিক নামী কোম্পানির সামগ্রীর নকল লেবেল ও বোতল উদ্ধার,সার্ভে করতেই চাঞ্চল্যকর ছবি উঠে এলো

হঠাৎ বিক্রি কমে যাওয়ায় সন্দেহ হয় কোম্পানির, সার্ভে করতেই চাঞ্চল্যকর ছবি উঠে এলো বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রসাধনী সামগ্রীর নকল লেবেল ও খালি বোতল উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বাদুড়িয়ায়। নিত্য নৈমিত্তিক দ্রব্য যেমন চা, সাবান, টয়লেট ক্লিনার ও তেল সহ একাধিক মনিহারি দ্রব্যের নকল স্টিকার লাগানো বোতল উদ্ধার হলো বসিরহাটের বাদুড়িয়া থানার চৌরাস্তা এলাকার একটি গোডাউন থেকে। একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা ও বাদুড়িয়া থানার ওসি শুভ্র সান্যালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে কাঁচামাল ও একাধিক নামী প্রসাধনী সামগ্রীর নকল মাল উদ্ধার করেছে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বেশ কিছুদিন ধরে বহুজাতিক সংস্থা গুলির একাধিক দ্রব্যের বিক্রির পরিমাণ বাদুড়িয়ায় হঠাৎ করে কমে গিয়েছিল। তখনই সন্দেহ হয় ওই কোম্পানির আধিকারিকদের। তারা একটি সার্ভে চালিয়ে জানতে পারেন বাদুড়িয়ার একটি গোডাউন থেকে অবৈধভাবে নকল সামগ্রী তৈরীর কাজ চলছে। এদিন সকালে ঐ বেসরকারি গোয়েন্দা সংস্থার ইনভেস্টিগেশন অফিসার রঞ্জিত বিশ্বাসের সঙ্গে অভিযান চালিয়ে বাদুড়িয়া পুলিশের এই সাফল্য। দৈনন্দিন জীবনে যে সমস্ত সামগ্রী আমরা ব্যবহার করি তারই নকল রূপ দেখে স্তম্ভিত বাদুড়িয়াবাসিও। ইতিমধ্যে পুলিশের তরফে গোডাউনটিকে সিল করা হয়েছে। এবং যারা এই নকল কারবারের সাথে যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালানো শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − four =