একুশে জুলাই শহীদ দিবস পালনে যোগ দিতে পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে তৃণমূল কর্মীর সমর্থকদের রওনা।

 

তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকে হাজারে হাজারে মানুষ ধর্মতলা মুখি হয়েছে। গত কয়েকদিন ধরে কলকাতা যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল জমি আন্দোলনের আঁতুড় ঘর পূর্ব মেদিনীপুর জেলায়। কাঁথি, কোলাঘাট, হলদিয়া, দীঘা, তমলুক এগরা, সব জায়গা থেকেই বাসে ধর্মতলা রওনা দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় সাড়ে ৮০০ বাসে, তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি তমলুক শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু যুবক প্রায় ১০০ খানিক মোটরসাইকেলে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের শহীদ দিবসে কি বার্তা দেন সেটা শুনতেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা। দু’বছর করোনা কালে তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলায় যেতে না পারা যন্ত্রনা আজ যেন অনেকটাই প্রশমিত হয়েছে। তাই প্রতিটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জ্বালা যন্ত্রণার মধ্যেও আবেগ অনেক বেশি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =