একের পর এক আবাসন দখল আর এই সমস্ত আবাসনে চলছে অসামাজিক কার্যকলাপ।
দুর্গাপুর কোকওভেন থানার পুলিস দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের (ডিপিএল) একটি আবাসনে শুক্রবার গভীররাতে হানা দিয়ে ৭ জন জুয়ারি’কে গ্রেপ্তার। ধৃতদের কাছ থেকে জুয়া খেলার তাস সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিস। বাজেয়াপ্ত হয় ১৪ টি মোটরসাইকেল। ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিস৷
পুলিস সূত্রে জানা গিয়েছে, ডিপিএল কলোনি এলাকায় একাধিক আবাসন দুষ্কৃতীদের দখলে চলে গেছে এবং অসামাজিক কার্যকলাপ চলছে বেশিরভাগ আবাসনে। তদন্ত শুরু হয়েছে এই সমস্ত আবাসন গুলিতে তারই মধ্যে একটি আবাসনে শুক্রবার রাতে বড়সড় জুয়ার আসর বসে। পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয়। ঘটনাস্থল থেকে ৭ জন অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিস। পুলিস আসার খবর টের পেতেই ঘটনাস্থল থেকে বেশকিছু জুয়ারি পালিয়ে যায়। ওই ঘটনাস্থল থেকে পুলিস ১৪ টি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।