এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে
এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল শিলিগুড়িতে। ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল শহর শিলিগুড়ির হিমাচল কলোনী এলাকায়। প্রধাননগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, এদিন বিকেলে হিমাচল কলোনীতে ফ্লাইওভারের নীচ থেকে দূর্গন্ধ পান স্থানীয়রা। এরপরই খোঁজ শুরু হয়। দেখতে পান ফ্লাইওভারের নীচে একটি পিলারের সামনে পড়ে রয়েছে এক বৃদ্ধার মৃতদেহ। তাতে পচন ধরেছিল, বেরচ্ছিল দূর্গন্ধ। তড়িঘড়ি খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। খবর পেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা ভবঘুরে। যদিও ওই বৃদ্ধার পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে পুলিশ।